কচি লাউয়ের মাচায় ছেঁড়া ছেঁড়া স্বপ্নগুলো ক্লান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে সুনীল আকাশে।মটরশুঁটি, হলুদগাদার পাঁপড়িগুলো শিশিরের কান্নায় ভিজে যায়।কৃষাণির পায়ের তালে তালে শোনা যায় না হেমন্তের ধান ভানার শব্দকাঁচা রোদ্দুরে নেই কোনো নিভাঁজ মুখরতা।
Advertisement
ঝরা পাতার মরমর বেদনায় মোচড় দিয়ে ওঠে রৌদ্র ছায়া।আঁধারের দগ্ধ তীব্র যন্ত্রণায় এপিঠ-ওপিঠ করে পুড়তে থাকে রুটি সেঁকার মতো। নির্ঘুম বিছানা অঙ্গারে পুড়ে ছাই হয়; ধানের মঞ্জরি ভেজে নীরব কান্নায়, কুয়াশায় ঢেকে যায় সোনা রোদ্দুর।
এসইউ/এএসএম
Advertisement