চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল হবিগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন চুনারঘাট পৌরসভার হাতুণ্ডা এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত মো. সোহান ওরফে বাবু (২৪) ও জয় দাশ (২৪) নামের দুই জনকে গ্রেফতার করে পুলিশ।
Advertisement
এর আগে গত ৭ নভেম্বর রাতে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন পূর্ব ফরিদার পাড়া মাজার গলি থেকে মোটরসাইকেলটি চুরি হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জাগো নিউজকে বলেন, গত ৭ নভেম্বর ফরিদার পাড়া এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি মোতাবেক হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। দুই আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এমডিআইএইচ/এমআইএইচএস/এমএস
Advertisement