২০১৬ সালের এইচ.এস.সি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের অভ্যন্তরে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের ‘অনধিকার’ প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বৃহস্পতিবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের এইচ.এস.সি, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এইচ.এস.সি-ভোকেশনাল, এইচ.এস.সি-বি.এম, ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষার্থীদের নিরাপত্তা, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষার দিনগুলোতে এই আদেশ বলবৎ থাকবে।ডিএমপি (অর্ডিন্যান্স নম্বর- III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই আদেশ দেন কমিশনার।উল্লেখ্য, আগামী ৩ এপ্রিল ২০১৬ থেকে ঢাকাসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।এআর/এসকেডি/আরআইপি
Advertisement