আন্তর্জাতিক

এক মৌসুমে ৩৮ লাখ বিয়ের আশা, চাঙা হবে অর্থনীতি

ভারতে কেবলই শেষ হয়েছে দীপাবলির উৎসব। এর মধ্যেই দেশটিতে আসছে বিয়ের মৌসুম, যা শুরু হবে ২৩ নভেম্বর থেকে। উৎসবের অর্থনীতিকে সামনে রেখে উজ্জীবিত হচ্ছেন দেশটির ব্যবসায়ীরা।

Advertisement

আশা করা হচ্ছে, ভারতজুড়ে এই মৌসুমে ৩৮ লাখ বিয়ে হতে পারে। পণ্য, সার্ভিস ও খুচরাবাজার মিলিয়ে যার আর্থিক মূল্য দাঁড়াতে পারে প্রায় পাঁচ লাখ কোটি রুপি।

আরও পড়ুন>ভারতবধের নায়ক হেডকে ভার্চুয়ালি ‘বিয়ে’ করলেন কলকাতার মডেল

গত বছরের তুলনায় এই বছর বিয়ের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেশি। ২০২২ সালে ৩২ লাখ বিয়ের ব্যবসায়িক মূল্য ধরা হয়েছিল প্রায় চার লাখ কোটি রুপি। এই মৌসুমের বিয়ে শুরু হবে ২৩ নভেম্বর, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

Advertisement

বিয়ের মৌসুমে ভালো ব্যবসা হওয়ার সম্ভাবনা থাকায় এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন সারা দেশের ব্যবসায়ীরা। ক্রেতাদের সম্ভাব্য ভিড় সামলাতে নানা ধরনের ব্যবস্থা নিচ্ছেন তারা।

আরও পড়ুন>টানেলে আটকে পড়া শ্রমিকদের ছবি-ভিডিও প্রকাশ, চলছে উদ্ধার অভিযান

বিয়ের মৌসুমে সাধারণত গহনা, শাড়ি, লেহেঙ্গা, আসবাবপত্র, তৈরি পোশাক, জামাকাপড়, জুতা, বিয়ে ও শুভেচ্ছার কার্ড, মিষ্টি, ফল, পূজার সামগ্রী, মুদিপণ্য, খাদ্যশস্য, সাজগোজের উপকরণ, বাড়ির সাজসজ্জার সামগ্রী, বৈদ্যুতিক জিনিসপত্র, নানা ধরনের উপহার সামগ্রী প্রভৃতির চাহিদা বেশি থাকে।

এছাড়া তাঁবু সাজানো, ফুলের সাজসজ্জা, ক্রোকারিজ, ক্যাটারিং, ভ্রমণ সেবা, ক্যাব সেবা, স্বাগত জানানো পেশাদার দল, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, অর্কেস্ট্রা, ডিজে, শোভাযাত্রার জন্য ঘোড়া, ওয়াগনসহ নানা ধরনের সেবায় এবার বড় ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

সূত্র: এনডিটিভি

এমএসএম