রাজনীতি

মনোনয়ন ফরম বিক্রি কমেছে আওয়ামী লীগের, দাম বাড়ায় বেড়েছে আয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে একাদশের চেয়ে কম। মঙ্গলবার দলের পক্ষ থেকে দপ্তর সম্পাদক জানিয়েছেন, ৩০০ আসনের বিপরীতে তারা এবার মনোনয়ন ফরম বিক্রি করেছেন ৩ হাজার ৩৬২ জন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম বিক্রি হয়েছিল ৪ হাজার ২৩টি।

Advertisement

সে হিসাবে এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম আগের বারের চেয়ে ৬৬১টি কম বিক্রি হয়েছে। তবে আগের চেয়ে এবার দলটির মনোনয়ন ফরম বিক্রি করে আয় হয়েছে বেশি।

এবার মনোনয়ন ফরম বিক্রি করে আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা। ফরমপ্রতি দাম ছিল ৫০ হাজার। আর ২০১৮ সালে দলীয় মনোনয়ন ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা। দলটি তখন আয় করেছিল ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা।

এবার গড়ে প্রতিটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান ১১ জন। গতবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতি আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন ১৩ জন।

Advertisement

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, মনোনয়ন ফরম বিক্রির শেষ দিনে আজ ৩৪৩টি ফরম বিক্রি হয়েছে। এর আগে গত শনিবার বিক্রি হয়েছিল ১ হাজার ৭৪টি। রোববার বিক্রি হয় ১ হাজার ২১২টি। আর সোমবার বিক্রি হয়েছিল ৭৩৩টি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে। ৩০ নভেম্বরের মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।

এসইউজে/এমএইচআর/জেআইএম

Advertisement