আইন-আদালত

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের বৈঠক

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন কমনওয়েলথ প্রতিনিধিদল। বৈঠকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনের প্রয়োগ ও বিচার বিভাগের ভূমিকাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

Advertisement

মঙ্গলবার (২১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে বেলা ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমনওয়েলথের চারজন প্রতিনিধি অংশ নেন।

বৈঠকের ব্যাপারে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচনে জুডিসিয়ারি কি কি কাজ করে, কি কি সমস্যা হয়, আইনের কীভাবে প্রয়োগ হয়, ইসির কি ক্ষমতা আছে, পর্যবেক্ষকরা কোনো আইনে আসেন এসব তথ্য জানতে চেয়েছিলেন। আমি তাদের এসব বিষয়ে বলেছি। এ ছাড়া বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা হয়েছে।

এফএইচ/এমএএইচ/এএসএম

Advertisement