দেশজুড়ে

৮ মাস পর বাড়ি ফিরেছে পাইক্ষ্যং পাড়ায় ৫৭ বম পরিবার

দীর্ঘ আট মাস পর বাড়ি ফিরেছে পাইক্ষ্যং পাড়ার ৫৭টি বম পরিবার। রোববার (১৯ নভেম্বর) সেনাবাহিনীর সহযোগীতায় ৫৭ পরিবারের প্রায় ২০০ সদস্য বাড়ি ফিরেছেন।

Advertisement

রোয়াংছড়ি উপজেলা সদর ইউনিয়নে দুর্গম পাইক্ষ্যং পাড়ার গ্রাম প্রধান পিতর বম বলেন, কেএনএফ ও সরকারি বাহিনীর দ্বন্দ্বের কারণে চলতি বছরের এপ্রিলে গ্রাম ছেড়ে পালিয়ে যায় ৯৭টি পরিবার। প্রাণ বাঁচাতে তারা দীর্ঘ আটমাস আত্মীয় স্বজনের বাড়ি এবং বনে জঙ্গলে বসবাস করছিলেন। ১৯ নভেম্বর সেনাবাহিনীর সহযোগীতায় ৫৭ পরিবারের প্রায় ২০০ জন সদস্য ফিরে এসেছেন। বাকি ৪০ পরিবারও অচিরেই গ্রামে ফিরে আসবেন।

পাইক্ষ্যং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোয়াতলিয়ান বম বলেন, পাড়ার লোকজন ভয়ে সবাই বিভিন্ন জায়গায় নিরাপদ আশ্রয়ে চলে গেছে। এতে পরিবারের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও চলে যায়। ফলে সাতমাস স্কুল বন্ধ ছিল। রোববার থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাসে নিয়মিত আসা শুরু করেছে। আশা করছি কয়েকদিনের মধ্যে বিদ্যালয় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে।

আরও পড়ুন: সেনা সহায়তায় ৯ মাস পর বাড়ি ফিরলো ১১ বম পরিবার

Advertisement

পাইক্ষ্যং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী লাকি লালরিন জুয়াল বম বলে, আমাদের ক্লাসে চারজন পড়ে। রোববার স্কুল খুলেছে। এখন আমি নিয়মিত স্কুলে যেতে পারবো। তাই অনেক ভালো লাগছে। আমরা আর পালাতে চাই না। নিয়মিত লেখাপড়া করে নার্স হয়ে মানুষের সেবা করবো।

রোয়াংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মেহ্লা অং মারমা বলেন, দীর্ঘ আটমাস পর এলাকার লোকজন ফিরতে শুরু করেছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবাইকে সার্বিক সহযোগীতা করা হবে।

বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি লাল জার লম বম বলেন, শান্তি প্রতিষ্ঠা কমিটির সঙ্গে কেএনএফ এর মিটিংয়ের পর ১৪ নভেম্বর থেকে বাজার-সদাইয়ের ওপর বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। এরপরই সবাই গ্রামে ফিরতে শুরু করেছে। সবাইকে সব ধরনের সহযোগীতা করা হবে।

আরও পড়ুন: রোয়াংছড়ি ইউএনওর বিরুদ্ধে কর্মচারীর ১৫ মাসের বেতন আত্মসাতের অভিযোগ

Advertisement

বান্দরবান সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান বলেন, পাইক্ষ্যং পাড়ায় ৫৭ পরিবার ফিরে এসেছে। তাদের সার্বিক সহযোগীতা করা হবে। এরই মধ্যে সেনাবাহিনীর মাধ্যমে প্রাথমিকভাবে প্রয়োজনীয় মেডিকেল সহায়তা প্রদানের কাজ শুরু হয়েছে। এছাড়া সেনাবাহিনীর তত্বাবধানে রোয়াংছড়ি-পাইক্ষংপাড়া সড়কের সংস্কার কার্যক্রম পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে চলমান। দ্রুত এ রাস্তা যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আশা করছি দ্রুতই স্থানীয় জনগণের মধ্যে শান্তি ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে।

নয়ন চক্রবর্তী/জেএস/জিকেএস