দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) থেকে তিনশোর বেশি নেতাকর্মী জাতীয় সংসদ সদস্য বা এমপি হতে চান। এ লক্ষ্যে তারা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
Advertisement
গত ১৮ নভেম্বর বিকাল ৩টা থেকে জাসদের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা সশরীরে জাসদ কার্যালয়ে গিয়ে বা অনলাইনে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্রের ফি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।
প্রথম তিনদিনে ৩০৪ জন জাসদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ২৫৩ জন প্রথম দুই দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেন। আর তৃতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৫১ জন।
আজ সকাল ১১টা থেকে শেষ দিনের মনোনয়নপত্র বিক্রি করা হবে। বিকাল ৫টায় জাসদের দলীয় মনোনয়নপত্র বিক্রি শেষ হবে। এর পর ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় মনোনয়ন প্রত্যাশিদের সাক্ষাৎকার জাসদ কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হবে এবং বিকাল ৩টায় জাসদ পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।
Advertisement
জাসদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ঢাকা-৫ মো. শহীদুল ইসলাম, মানিকগঞ্জ-১ আফজাল হোসেন খান জকি, মৌলভীবাজার-২ অ্যাড. বদরুল হোসেন ইকবাল, মৌলভীবাজার-৩ আব্দুল মোসাব্বির, মানিকগঞ্জ-২ রফিকুল ইসলাম, মানিকগঞ্জ-৩ সৈয়দ সারোয়ার হোসেন চৌধুরী, নাটোর-১ মো. মোয়াজ্জেম হোসেন, মৌলভীবাজার-৩ নুরে আলম জিকু, মানিকগঞ্জ-৪ রফিকুল ইসলাম, পাবনা-৪ মো. খালেক, টাঙ্গাইল-৭ মো. মঞ্জুর রহমান মজনু, সুনামগঞ্জ-১ মো. আমিনুল ইসলাম, হবিগঞ্জ-১ দেওয়ান শাহেদ, সিলেট-৩ মনসুর আহমেদ চৌধুরী, রংপুর-৫ আহসানুল কবির লিটন, দিনাজপুর-৬ আফজাল হোসেন, গাইবান্ধা-৫ ডা. একরাম হোসেন, ঠাকুরগাঁও-৩ মো. সোলায়মান ঢালী, নিলফামারী-২ জাবির হোসেন প্রামানিক, সিলেট-১ শামীম আখতার, সিলেট-২ লোকমান আহমেদ, সিলেট-৩ আব্দুল হাসিব চৌধুরী, সিলেট-৪ মো. নাজমুল ইসলাম, সিলেট-৫ লোকমান আহমেদ, সুনামগঞ্জ-৪ আবু তাহের মো. রুহুল আমিন, নেত্রকোনা-২ অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, কুড়িগ্রাম-২ নুরুল ইসলাম বকসী ঠান্ডা, কুড়িগ্রাম-৪ মো. গোলাম হাবিবুর রহমান বিদ্যুৎ, পিরোজপুর-১ সাইদুল ইসলাম ডালিম, পিরোজপুর-২ সিদ্ধার্থ মন্ডল, পিরোজপুর-৩ রনজিৎ কুমার হাওলাদার, রাজবাড়ী-২ আসনের জন্য সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের জন্য এড. আখতার হোসেন সাঈদ, কুষ্টিয়া-৩ আসনের জন্য গোলাম মোহসীন, ঢাকা-১৩ আসনের জন্য অ্যাড. আলী আশরাফ খান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের জন্য মাহিন আহমেদ, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের জন্য জাহিদুল আলম, রংপুর-১ আসনের জন্য অ্যাড. মোস্তাফিজার রহমান বুলু, সিরাজগঞ্জ-৪ আসনের জন্য মোস্তফা কামাল বকুল এবং সিরাজগঞ্জ-৬ আসনের জন্য মোজাম্মেল হক।
এমএএস/এসএনআর/এএসএম