দেশজুড়ে

রাজশাহীতে থেমে থাকা ট্রাকে আগুন

রাজশাহীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাক।

Advertisement

মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে নগরীর বোয়ালিয়া থানার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শোভন এন্টারপ্রাইজ নামের একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-২৫৭৯) নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম আয়রন মার্কেটের ২২ নম্বর দোকানের সামনে রাখা ছিল। ভোর ৪টার দিকে দুর্বৃত্তরা ট্রাকটির সামনে চালকের কেবিনে আগুন ধরিয়ে দেন। স্থানীয়া আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবু সামার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

Advertisement

ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, তবে বা কারা আগুন দিয়েছে সেটা জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাখাওয়াত হোসেন/এসআর/এএসএম