রাজনীতি

আওয়ামী লিগের মনোনয়ন ফরম কিনলেন গোলরক্ষক হিমেল

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের জন্য তিনটি আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। জাতীয় দলে খেলা অবস্থায় তার হঠাৎ করে তিনটি আসনে মনোনয়ন ফরম কেনা নিয়ে আলোচনা যেমন আছে, তেমন আছে সমালোচনাও।

Advertisement

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনে ও জমা দিয়ে এবার আলোচনায় এসেছেন জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হতে চান কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ উপজেলা) আসনে। রোববার এ আসনের ফরম কিনে তিনি সোমবার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে ফরম জমা দিয়েছেন।

বিগত তিনটি নির্বাচনে (২০০৮, ২০১৪ এবং ২০১৮) মহাজোটের প্রার্থী হয়ে এ আসনে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির সিনিয়র নেতা সাবেক প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

সোমবার মনোনয়নপত্র জমা দিয়ে প্রতিক্রিয়ায় হিমেল বলেন, ‘আমাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে বহু বছর ধরে জড়িত। আমার বাবা মরহুম অ্যাডভোকেট জিন্নাতুল ইসলামের পদাঙ্ক অনুসরণ করেই আমার রাজনীতিতে আসা। খেলাধুলার পাশাপাশি গত ১০-১২ বছর ধরে আমি কিশোরগঞ্জ নিজ এলাকার রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি।’

Advertisement

আওয়ামী লীগের মনোনয়ন পাবেন প্রত্যাশা করে হিমেল বলেন, ‘বিগত তিনটি নির্বাচনে আমাদের আসনে মহাজোটের প্রার্থী একজন সিনিয়র নেতা মনোনয়ন পেয়ে আসছেন। গত ১৫ বছর এখানে নৌকার মাঝি শূন্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনীত করেন এবং আমি নির্বাচিত হলে তারাইল-করিমগঞ্জের মানুষের উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করব।’

হিমেলের বাবা মরহুম অ্যাডভোকেট জিন্নাতুল ইসলাম কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও ছিলেন।

২০০০ সালে ঢাকার ফুটবলে যাত্রা শুরু তারকা গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলের। ২০০৬ সালে এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে জাতীয় ফুটবল দলে অভিষেক।

টানা দুবার এশিয়ান গেমসে (২০০৬ ও ২০১০) খেলা গোলরক্ষক হিমেল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০০৭ থেকে ২০১৯-২০ মৌসুম পর্যন্ত খেলেছেন। দেশের সব বড় ক্লাব আবাহনী, মোহামেডান, শেখ জামাল, শেখ রাসেল, আরামবাগ, চট্টগ্রাম আবাহনীর জার্সিতে খেলেছেন তিনি।

Advertisement

আরআই/এমএমআর/এএসএম