রাজনীতি

২২ ও ২৩ নভেম্বর সর্বাত্মক অবরোধ: অলি

আগামী ২২ ও ২৩ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ।

Advertisement

তিনি এলডিপির নেতাকর্মী ও দেশবাসীকে এ অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।

সোমবার এক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে এই অবরোধ কর্মসূচি পালন করার জন্য তিনি আহ্বান জানান।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে অলি বলেন, আপনারা অবরোধ পালন করুন। কিছু দিনের জন্য গাড়ি বের করবেন না। রাস্তায় দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করুন। আমাদের কর্মসূচিতে যোগদান করুন।

Advertisement

কেএইচ/এমআরএম/এএসএম