বিনোদন

টিম ইন্ডিয়ার পাশে শাহরুখ, গর্বিত অমিতাভ

ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার মেনেছে এবারের বিশ্বকাপে অজেয় ভারতীয় টিম। ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। এতে ভারতীয় ক্রিকেটার ও ভক্তদের মন ভেঙেছে। তবে মন খারাপের মাঝে টিম ইন্ডিয়ার পাশে দাঁড়িয়ে তাদের বাহবায় ভরিয়ে দিলেন কিং খান।

Advertisement

রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের মাঠে উপস্থিত ছিলেন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী ও পুত্রকন্যা। আগাগোড়া টিম-ইন্ডিয়ার জন্য গলা ফাটিয়েছেন শাহরুখ। আর সেই স্পিরিট বজায় রাখলেন ভারত ম্যাচ হেরে যাওয়ার পরেই। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন ইতিবাচক বার্তা।

The way the Indian team has played this whole tournament is a matter of honour and they showed great spirit and tenacity. It’s a sport and there are always a bad day or two. Unfortunately it happened today….but thank u Team India for making us so proud of our sporting legacy in…

— Shah Rukh Khan (@iamsrk) November 19, 2023

অস্ট্রেলিয়া ম্যাচ জেতার পর শাহরুখ সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়াকে বিশেষ বার্তা দিয়েছেন। তিনি লেখেন, ‘ভারতীয় দল যেভাবে এই পুরো টুর্নামেন্ট খেলেছে তা সম্মানের বিষয় এবং তারা দুরন্ত মনোবল এবং ধৈর্যের নিদর্শন দেখিয়েছে। এটি একটি খেলা এবং সবসময় এর একটি বা দুটি খারাপ দিন আসে। দুর্ভাগ্যবশত আজ এটি ঘটেছে। কিন্তু টিম ইন্ডিয়াকে ধন্যবাদ ক্রিকেটে আমাদের ক্রীড়াজগতে সাফল্যের উত্তরাধিকার নিয়ে এত গর্বিত করার জন্য। সারা ভারতে এত আনন্দ উপহার দেওয়ার জন্য ধন্যবাদ, শ্রদ্ধা ও ভালোবাসা। তোমরা আমাদের গর্বিত করেছ।’

Advertisement

এদিন কার্যত নক্ষত্রখচিত ছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম। গ্যালারি ভরে যায় নীল-তরঙ্গে। তারকা ও স্টার-কিডদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছিলেন শানায়া কাপুর, আশা ভোঁসলে, আয়ুশমান খুরানা এবং বিবেক ওবেরয়সহ অনেকে। ছিলেন শাহরুখ পুত্র আব্রাম খান ও কন্যা সুহানা। গ্যালারি এককথায় ছিল চাঁদের হাট। শাহরুখ এবং গৌরী খানের কাছেই বসেছিলেন দীপিকা এবং রণবীর সিং। দীপিকার সঙ্গে তার বোন আনিশা এবং বাবা, ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোনো ছিলেন।

রণবীর তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতীয় দলের পাশে দাঁড়িয়ে বার্তা দেন, ‘কিছু উঁচু, কিছু নিচু। কিছু ভালো দিন, কিছু খারাপ দিন। কিছু জয়, কিছু হার। এটাই খেলা। এটাই জীবন। আমরা সবাই হতাশ, কিন্তু আসুন আমরা আমাদের খেলোয়াড়দের তাদের সর্বস্ব দেওয়ার জন্য সাধুবাদ জানাই।’

টিম ইন্ডিয়াকে নিয়ে সোশ্যালে গর্বপ্রকাশ করেন অমিতাভ বচ্চনও। তিনি লেখেন, ‘আপনাদের দুর্দান্ত টিম। শুধু দেখুন, কতজন সাবেক চ্যাম্পিয়ন এবং বিজয়ীকে আপনারা এ বিশ্বকাপে দুরভিসন্ধি করেছেন। আপনারা সেরা। এবং তাই থাকবেন।’

এমএমএফ/জেআইএম

Advertisement