নোয়াখালীর সেনবাগে হরতালের সমর্থনে বিএনপির মিছিলে হামলা চালিয়ে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে বিএনপির ২০ নেতাকর্মী গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছেন।
Advertisement
রোববার (১৯ নভেম্বর) সকালে উপজেলার আজিজপুর পোলের গোড়া এলাকার ফেনী টু নোয়াখালী মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজি মফিজ হামলা ও গুলিবর্ষণের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ কর্মীদের হামলায় বিএনপির ২০ নেতাকর্মী গুলিবিদ্ধসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Advertisement
আহতরা হলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসাইন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক রাশিদুল ইসলাম, আলাউদ্দিন, মহিন উদ্দিন, সাইফুল ইসলাম, অন্তর, মোহাম্মদ আলম, আবু সুফিয়ান, রুবেল, বাদশা, ইমরান হোসেন, মোশাররফ হোসেন, মনির হোসেন, সিফাত আবুল কাশেম, ইকবাল হোসেন, সবুজ, মো. রুবেল, মো. শফিক, মোজাম্মেল হোসেন, মো. রাব্বিসহ ৩০ জন।
সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য ভিপি মফিজুল ইসলাম বলেন, ‘সকালে আমার নেতৃত্বে হরতালের সমর্থনে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়কে ওঠার পর কয়েকশ গজ অতিক্রম করতেই অটোরিকশা ও মোটরসাইকেলযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা হামলা চালায়। হামলাকারীরা মিছিল লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম ওরফে ভিপি মোহন বলেন, বিএনপির মিছিলে হামলা কিংবা গুলির কোনো ঘটনা তার জানা নেই।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, মিছিলে গণ্ডগোলের খবর শুনেছি। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।
Advertisement
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) নাজমুল হাসান রাজীব বলেন সেনবাগের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন ছিল। কিন্তু গুলির কোনো ঘটনা পুলিশের জানা নেই।
ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম