ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় একটি মালবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ ও পেছনে থাকা মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
Advertisement
শনিবার (১৮ নভেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল মজিদ জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, রাত দেড়টার দিকে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে কার্টুন ভর্তি মালামাল নিয়ে ছেড়ে এসেছিল। এটি ‘ডায়মন্ড কার্গো সার্ভিস’ নামের একটি প্রতিষ্ঠানের পরিবহন।
আরও পড়ুন: কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে আবারও আগুন
Advertisement
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরীসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের মহড়া দিতে দেখা গেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস ধারণা করছে ৪৮ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের লোকজন এ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটাতে পারে।
আবদুল্লাহ আল-মামুন/জেএস/এমএস
Advertisement