ঘরের মাঠে লেবাননকে মোকাবিলার আগে কপালে দুঃশ্চিন্তার ভাঁজ বাংলাদেশ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার কপালে।
Advertisement
দলের দুই নির্ভরযোগ্য খেলোয়াড় ডিফেন্ডার সাদ উদ্দিন ও ফরোয়ার্ড রাকিব হোসেনকে ২১ সেপ্টেম্বরের ম্যাচে পাচ্ছেন না তিনি। হলুদ কার্ডে দুইজনই নিষিদ্ধ এক ম্যাচের জন্য।
১২ অক্টোবর মালেতে মালদ্বীপের বিপক্ষে সমতাসূচক গোল করার পর জার্সি খুলে উদযাপন করে প্রথম হলুদ কার্ড পেয়েছিলেন সাদ উদ্দিন।
১৭ অক্টোবর ঘরের মাঠে ফিরতি ম্যাচে হলুদ কার্ড পেয়েছিলেন রাকিব। দুইজনই দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন গত বৃহস্পতিবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে।
Advertisement
বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের ধারণা ছিল, মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বের থাকায় ওই কার্ডের হিসেব হয়তো দ্বিতীয় পর্বের ম্যাচে হবে না।
কিন্তু মেলবোর্ন থেকে ঢাকায় ফিরে তারা জানতে পারেন ফিফা থেকে বাফুফেকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ওই দুইজন লেবাননের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না।
মালদ্বীপের বিপক্ষে ফিরতি ম্যাচে লালকার্ড পাওয়ায় মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি জুনিয়র সোহেল রানা। তিনি লেবাননের বিপক্ষে ম্যাচে ফিরবেন।
তবে রাকিবের অনুপস্থিতি কোচ ক্যাবরেরাকে বেশি চিন্তিত করেছেন। কারণ, সাম্প্রতিক সময় বাংলাদেশ দলের সেরা পারফরমার এই ফরোয়ার্ড।
Advertisement
আরআই/এমএমআর/এএসএম