রাঙ্গামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী জিপ গাড়ি (চাঁদের গাড়ি) খাদে পড়ে পাঁচজন আহত হয়েছেন। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দপাদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
আহতরা হলেন- রংপুরের বাসিন্দা ফুয়াদ (২৫), সাকিব (২২), রাসেল (২৫), ঢাকার বাসিন্দা রিফাত (২২) ও হারুনুর রশিদ (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ১২ জন পর্যটক নিয়ে সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে উঁচু রাস্তা দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। তাৎক্ষণিক গাড়িতে থাকা পর্যটকরা দ্রুত নামার সময় ১২ জনের মধ্যে পাঁচজন পর্যটক আহত হয়। পরবর্তীতে আহতদের স্থানীয় ও সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
আরও পড়ুন: সাজেকে পিকআপ উল্টে ১২ পর্যটক আহত
Advertisement
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল হক জাগো নিউজকে বলেন, জীপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় গাড়ি থেকে দ্রুত নামতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন। তবে কেউ গুরুত্বর আহত হননি।
সাইফুল উদ্দীন/জেএস/জেআইএম