জাতীয়

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে বিদ্যুৎবিচ্ছিন্ন ৬৭ লাখ গ্রাহক

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র আঘাতে দেশের প্রায় ২৮টি পল্লী বিদ্যুৎ সমিতির লাইন ক্ষতিগ্রস্ত হয়। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ৬৭ লাখ গ্রাহক। ঝড়ের পর মেরামত শেষে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। তবে এখনো ৩০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

Advertisement

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এক হাজার ২০০টি গ্রুপ হয়ে প্রায় সাত হাজার বিদ্যুৎ কর্মীরা লাইন পুনঃসংযোগের কাজ করছেন।

আরও পড়ুন: উপকূল অতিক্রম করছে ‘মিধিলি’, বিপৎসংকেত বহাল

Advertisement

আজ বিকেল নাগাদ প্রায় সব লাইন চালু করা সম্ভব হবে বলে আশা করছে মন্ত্রণালয়। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার সব ৩৩ কেভি ফিডার ও ৩৩/১১ কেভি উপকেন্দ্র সচল রয়েছে।

এর আগে শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে মোংলা-পায়রা দিয়ে উপকূল অতিক্রম শুরু করে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। এজন্য পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৬ বিপৎসংকেত দেওয়া হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হয়।

এনএস/জেডএইচ/জেআইএম

Advertisement