আন্তর্জাতিক

আবার পেছালো পিকে হালদারের শুনানি

আবারও পিকে হালদারের মামলার শুনানি পিছিয়েছেন কলকাতার আদালত । ৮১ দিন বিচার বিভাগীয় হেফাজতে থাকার পর শুক্রবার (১৭ নভেম্বর) সকালে আসামিদের কলকাতার আদালতে হাজির করা হয়। বহুল আলোচিত এ মামলার শুনানি ছিল আদালতের স্পেশাল সিবিআই কোর্ট-৩ এর বিচারক শুভেন্দু সাহার এজলাসে। কিন্তু আদালতের এক কর্মীর মৃত্যুতে এদিন কর্মবিরতি পালন করা হয়।

Advertisement

ফলে এই মামলার তদন্তকারী সংস্থা ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’ (ইডি) ও অভিযুক্তের আইনজীবীদের কেউই আদালতে উপস্থিত ছিলেন না। ফলে, বিচারক আগামী ১২ ডিসেম্বর পরবর্তী হাজিরার দিন ধার্য করেন।

আরও পড়ুন: আবার পেছালো পিকে হালদারের শুনানি

এদিন কাঠগড়ায় উপস্থিত ছিলেন পিকে হালদার, তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং আমানা সুলতানা ওরফে শর্মী হালদারসহ অন্য আসামিরা।

Advertisement

২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের রাজারহাট থেকে পিকে হালদারকে গ্রেফতার করা হয়। এরপর আরও বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তার আরও ৫ সহযোগীকেও গ্রেফতার করা হয়। পরে ওই বছরের ২১ মে ‘অর্থ পাচার সংক্রান্ত আইন-২০০২’-এ তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

গ্রেফতার হওয়ার পরেই আদালতের তরফ থেকে তাকে দুই দফায় মোট ১৩ দিন পুলিশ রিমান্ডের নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে কয়েক দফায় বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন অভিযুক্তরা। সে ক্ষেত্রে পিকে হালদারসহ ৫ পুরুষ অভিযুক্ত রয়েছে কলকাতার প্রেসিডেন্সি কারাগারে। অন্যদিকে একমাত্র নারী অভিযুক্ত রয়েছেন আলিপুর কেন্দ্রীয় কারাগারে।

আরও পড়ুন: পি কে হালদারের জামিন আবেদন খারিজ

এর আগে মায়ের অসুস্থতার কারণে পিকে হালদার জামিনের আবেদন করলেও, তা খারিজ করে দেন আদালত। অন্যদিকে, শারীরিক অসুস্থতার কারণে জামিন চেয়ে আবেদন করেন মামলার একমাত্র নারী আসামি আমানা সুলতানা ওরফে শর্মী হালদার। আলাদত তার আবেদনও খারিজ করে দেন। ঠিক একইভাবে বিভিন্ন সময় আদালতে খারিজ হয়ে যায় প্রাণেশ হালদারসহ বাকিদের জামিনের আবেদনও।

Advertisement

ডিডি/এসএএইচ