ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স যেন বাড়ছেই না। ৩৮ বসন্ত পেরিয়েও চিরতরুণ পর্তুগিজ তারকা। পায়ে বল গেলে এখনও টগবগিয়ে ছোটেন, রেকর্ডের মালা তাই বড়ই হচ্ছে সিআরসেভেনের।
Advertisement
বৃহস্পতিবার ২০২৪ ইউরো বাছাইয়ের ম্যাচে লিখটেনস্টেইনের বিপক্ষে পর্তুগালের ২-০ ব্যবধানের জয়ে গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক তিনিই, রেকর্ডটা আরও বড় হচ্ছে।
ম্যাচের ৪৬ মিনিটে জাল কাঁপান রোনালদো। পর্তুগালের হয়ে এটি ছিল তার ১২৮তম গোল। ৫৭ মিনিটে পর্তুগালের দ্বিতীয় গোলটি করেন জোয়াও কানসেলো।
ইউরো বাছাইয়ের আরেক ম্যাচে সাইপ্রাসের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে স্পেন। গোল পেয়েছেন বার্সেলোনার ১৬ বছর বয়সী তারকা লামিনে ইয়ামাল।
Advertisement
অন্যদিকে ২০২৬ বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে জিবুতিকে ৬-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে মিসর। দলের বড় জয়ে একাই ৪ গোল করেন মোহাম্মদ সালাহ।
দলের প্রথম চার গোলই সালাহর। লিভারপুলের ফরোয়ার্ড ১৭ মিনিটে করেন প্রথম গোল, পেনাল্টি থেকে দ্বিতীয় গোল পান ৫ মিনিট পর। ৪৮ ও ৬৯ মিনিটে করেন আরও দুইটি।
সালাহর একক নৈপুণ্যে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় মিসর। এরপর ৭৩ মিনিটে মোস্তফা মোহাম্মদ ও ৮৯ মিনিটে ত্রেজেগের গোল করলে ৬-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।
এমএমআর/এএসএম
Advertisement