টাঙ্গাইলে বালুবাহী ট্রাকের পেছনে ধাক্কা লেগে আশিক মিয়া (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে গোপালপুর পৌর শহরের ভূঞারপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আশিক উত্তর গোপালপুরের আমির হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আশিক মোটরসাইকেলটি দ্রুতগতিতে চালিয়ে নবগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে ফায়ার সার্ভিস স্টেশনের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা লেগে ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা নেওয়ার পথে অবস্থা আশঙ্কাজনক হলে আশিককে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Advertisement
গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী বলেন, গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। অতিরিক্ত রক্তক্ষরণ ও মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আরিফ উর রহমান টগর/এসআর/এমএস
Advertisement