খেলাধুলা

শুক্রবার সকালে আসছে লেবানন, রাতে বাংলাদেশ

বিশ্বকাপ ফুটবলের বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচ খেলে ৭-০ গোলে হেরেছে বাংলাদেশ। রাত পোহালেই জামাল ভূঁইয়াদের ধরতে হবে ঢাকার ফ্লাইট। হাতে সময় কম। ২১ নভেম্বর বাছাইয়ের দ্বিতীয় ম্যাচ লেবাননের বিপক্ষে বসুন্ধরা কিংস অ্যারেনায়।

Advertisement

বাংলাদেশ ফুটবল দলের আগামীকাল (শুক্রবার) রাত ১০ টায় ঢাকায় এসে পৌঁছানোর কথা। স্থানীয় সময় সকাল ১১ টার দিকে মেলবোর্ন থেকে ঢাকার ফ্লাইটে উঠবে ক্যাবরেরার শিষ্যরা।

এদিকে বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন শুক্রবার সকালেই ঢাকায় এসে পৌঁছাবে। তারা ঢাকায় আসবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে। শারজাহর খালিদ বিন মোহাম্মদ স্টেডিয়ামে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচ খেলেছে মধ্যপ্রাচ্যের আরেক দল ফিলিস্তিনের বিপক্ষে। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘর্ষের কারণে লেবাননের হোম ম্যাচটি হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলে অস্ট্রেলিয়াকে উড়াল দিতে হবে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে। তাদের দ্বিতীয় ম্যাচ ২১ নভেম্বর ফিলিস্তিনের বিপক্ষে। এ ম্যাচটিও হবে নিরপেক্ষ ভেন্যুতে। কুয়েতের জাবের আল আহমাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ফিলিস্তিন।

Advertisement

আরআই/এমএমআর/এমএস