শোবিজে একটি কথা প্রচলতি রয়েছে, ‘নায়িকাদের গ্লামার ক্ষণস্থায়ী’। কিন্তু এ কথা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন বলিউড নায়িকা কারিনা কাপুর খান।
Advertisement
বলিউড নায়িকাদের তালিকায় দীর্ঘদিন ধরে শীর্ষস্থান ধরে রেখেছেন কারিনা কাপুর খান। শীর্ষ সুপারহিট নায়িকাদের মধ্যে অনেক বছর ধরেই রয়েছে করিনার নাম। প্রায় ২০ বছর তিনি দাপটের সঙ্গে কাজ করছেন বলিউডে।
একদিকে তার অভিনয় অন্যদিকে তার ঘর-সংসার ব্যক্তিগত জীবন, সব নিয়েই কারিনা খবরের শিরোনামে থাকেন। তিনি বেশ স্পষ্টভাষী, ফলে কোনো সাক্ষাৎকারের পরই কারিনার বক্তব্যগুলো নিয়ে দারুণ আলোচিত হয়। এবারও তার ব্যতিক্রম হলো না।
প্রথমে কফি উইথ করণের তার নানা বক্তব্য এবং পরে দ্যা ডার্টি ম্যাগাজিনে তার সাক্ষাৎকার থেকে উঠে এসেছে বিভিন্ন অজানা তথ্য। সাইফ আলি খানের সঙ্গে তার বিয়ে থেকে নিজের চেহারা এবং আচরণ সম্পর্কেও কথা বলেছেন। এর পাশাপাশি কীভাবে তিনি এত বছর ধরে হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে দর্পের সঙ্গে টিকে রয়েছেন তাও জানা গেল কারিনার কাছ থেকেই।
Advertisement
‘দ্যা ডার্টি’ ম্যাগাজিনের সঙ্গে আলাপচারিতায় কারিনা বলেছিলেন যে অন্যান্য অভিনেত্রীদের মতো তিনিও প্রচুর পরিশ্রমী। তিনি বিশ্বাস করেন যে প্রতিটি মানুষকে তার নিজস্ব ব্যক্তিত্ব খুঁজে বের করতে হবে।
কারিনা বলেন, ‘এখন খবরে থাকার জন্য, অভিনেতাদের কিছু না কিছু বিতর্কিত কথা বলতেই হয়। তিনি তা কখনোই পারবেন না। আমি শুধু মুখ বন্ধ রাখি। বিশেষ কিছু বলতে চাই না। না হলে এতদিন টিকতে পারতাম না। এ প্রতিযোগিতা, এই চাপ, এই সৌন্দর্য ধরে রাখার চেষ্টা এত কিছুর পর বেশি কথা বললে আমি কোথায় হারিয়ে যেতাম। এখন প্রচুর অভিনেতা আসছেন, তাদের সবার সঙ্গে লড়াই রয়েছে। তবে আমার যতটা কাজ করার আমি করেছি৷’
আরও পড়ুন: সৎ মা হয়ে বিরক্ত কারিনা কাপুর
কারিনা আরও জোর দিয়েছিলেন যে বিষয়তে সেটা হলো নিজেকে নিজের মতো করে খুঁজে নিতে হবে, নিজের ব্যক্তিত্বকে খুঁজে বের করতে হবে। নিজেকে এমনভাবে অন্যদের থেকে আলাদা রাখতে হবে যে সবসময় আপনার দর থাকবে। তা না হলেই আপনার বাজার শেষ বলে মনে করেন কারিনা।
Advertisement
আরও পড়ুন: আকর্ষণীয় ফিগার ধরে রাখতে দিনে যা যা খান কারিনা কাপুর
কারিনার ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয়। এরপর তিনি ‘কাভি খুশি কাভি গাম’, ‘চামেলি’, ‘ওমকারা’, ‘জব উই মেট’, ‘তালাশ’, ‘উড়তা পাঞ্জাব’, ‘থ্রি ইডিয়টস’, ‘বডিগার্ড’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘বীরে’ সিনেমায় অভিনয় করেছেন।
এছাড়াও কারিনা কাজ করেছেন ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। এখন আগামী দিনে হনসল মেহতার ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এ দেখা যাবে কারিনাকে। এটি সম্প্রতি বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছিল।
অন্যদিকে টাবু, দিলজিৎ দোসাঞ্জ এবং কৃতি স্যাননের সঙ্গে ‘দ্য ক্রু’-এও দেখা যাবে কারিনাকে। আগামী বছর ২২মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এ সিনেমা।
এমএমএফ/এমএস