নির্বাচনে কে অংশ নিল আর না নিল সেটি বড় ব্যাপার না মন্তব্য করে আইন বিচারক সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেন, জনগণ যদি ভোট দেয় সেটাই গ্রহণযোগ্য। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
Advertisement
এর আগে বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ।
এদিকে বিএনপি ঘোষণা দিয়েছে, তারা নির্বাচনে আসবে না। এ অবস্থায় সরকারের অবস্থান কী-জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘জাতির পিতা আমাদের সংবিধান দিয়েছেন। সেই সংবিধান অনুযায়ী আমরা এখন চলবো। সংবিধানের বাইরে আমরা কিছুই করবো না। এর কারণ হচ্ছে জনগণ আমাদের সেই ম্যান্ডেট দেয়নি।’
একটা বড় দল না আসলে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না-জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘নির্বাচন হচ্ছে জনগণ যদি ভোট দেয়। কে আসলো কে না আসলো... কোন রাজনৈতিক দল আসলো কোন রাজনৈতিক দল আসলো না, সেটা বড় ব্যাপার না। জনগণ যদি ভোট দেয় সেটাই গ্রহণযোগ্য। এর কারণ হচ্ছে জনগণই সব ক্ষমতার উৎস।’
Advertisement
২০০৬ সালে বিএনপি সংবিধান মেনে চলার কথা বলেছিল। আপনারা যৌক্তিক দাবির জায়গায় কথা বলেছিলেন-জবাবে মন্ত্রী বলেন, ‘দুঃখিত, আপনি সঠিক বলছেন না। ব্যাপারটা হচ্ছে এ সংবিধান নিয়ে ফুটবল খেলে তারা (বিএনপি) তাদের ইচ্ছামতো একজন বিচারপতির বয়স বাড়িয়ে তিনি যেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন, সেই ব্যবস্থা করেছিলেন। এটা জনগণ মানেনি, সেটা জনগণ না মানার কারণেই কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার আসতে হয়েছে। যদিও তখন তিন মাস থাকার সুযোগ ছিল, কিন্তু তারা দুই বছর ছিল। আপনার কথাটা যে সত্য নয় এতেই প্রমাণ হয়।’
আরএমএম/এমআইএইচএস/জেআইএম