সাহিত্য

মামুন রাফীর ছড়া: পথের শিশু

গরিব ঘরে জন্ম আমারপথের শিশু নাম,আবর্জনার মতো আমিপাই না কোনো দাম।

Advertisement

এই মাটিতে ঝরে পড়া আমিও একটি ফুল,অনাদরে বেড়ে ওঠাআউলা মাথার চুল।

পথে থাকি, পথে ঘুমাইপথে আহার করি,খোদা ছাড়া কেউ শোনে নামোদের আহাজারি।

ক্ষুধার জ্বালা কেমন জ্বালাআমিই শুধু বুঝি,ভীষণ খরায় তৃষ্ণা পেলেমায়ের আঁচল খুঁজি।

Advertisement

মা যে আমার হারিয়ে গেছেছোট্ট শিশুকালে,কেউ করেনি একটু আদরদেয়নি চুমা গালে।

তোমার ছুঁড়ে ফেলা খাবারআমি কুড়িয়ে খাই,হাজার টাকা করো নষ্টআমি চাইলে নাই।

এসইউ/এএসএম

Advertisement