দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে আজ মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রতিপক্ষ উরুগুয়ে। তবে এ ম্যাচে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি খেলবেন কিনা তা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে। তবে তার খেলার সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্তত কোচ লিওনেল স্ক্যালোনি তেমনই আভাস দিয়েছ।
Advertisement
মেসির না খেলার কারণ হতে পারে অনুশীলনের অভাব। লম্বা একটা সময় লিওনেল মেসি মাঠে নেই। ক্লাব ফুটবলে ইন্টার মায়ামি খেলা না থাকায় মাঠে নামার সুযোগ পাচ্ছেন না আর্জেন্টিনা অধিনায়ক। তবে এ নিয়ে চিন্তিত নয় কোচ লিওনেল স্ক্যালোনি।
মেসির খেলার সম্ভাবনা সম্পর্কে স্ক্যালোনি বলেন, গত ২৫ দিনে মেসি মাত্র একটা ম্যাচ খেলেছেন। তবে সে দারুণ অবস্থায় রয়েছে, অনুশীলনে ভালো করছে। গত ২৫ দিনে মাত্র একটা ম্যাচ খেলা সত্ত্বেও সে স্বাভাবিকভাবে অনুশীলন করেছে। সে ভালো অবস্থায় রয়েছে এবং ভালো করছে।
ক্লাব ফুটবলে ইন্টার মায়ামির এখন কোনো খেলায় নেই। তবে গত ১০ নভেম্বর মেসি ক্লাবের হয়ে একটা প্রীতি ম্যাচ খেলেছেন। মেসির ব্যালন ডি অর জয়ের উৎসব পালনেই এই প্রীতি ম্যাচের আয়োজন করেছিল ইন্টার মায়ামি। তবে ফলটা তাদের জন্য মোটেও ভালো হয়নি। ১-২ গোলে নিউ ইয়র্ক সিটি এফসির কাছে হেরেছিল মেসিরা।
Advertisement
৩৬ বছর বয়স্ক মেসি গত বছর বিশ্বকাপ জয়ের পর এবার ব্যালন ডি অর জয় করেন। তার এ ব্যালন ডি অর জয় নিয়ে কিছুটা প্রশ্ন উঠেছে। অনেকের ধারণা ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের ব্যালন ডি অর পাওয়া উচিত ছিল। কেননা সিটির হয়ে হালান্ড প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ জয় করেছেন।
এ সম্পর্কে স্ক্যালোনি বলেন, মেসির ব্যালন ডি অর জয় নিয়ে কেউ কেউ বিতর্ক করতে পারে। তবে এখানে বিতর্কের কিছু আছে বলে মনে করি না। আমি একটা বিষয় বুঝতে পারি না। যদি সবাই বলে সে সেরা, সে সেরা তাহলে সেখানে কোনো বিতর্ক থাকতে পারে না। মেসি সব সময়ের জন্য সেরা।
বিশ্বকাপ বাছাইয়ে দারুণ অবস্থায় রয়েছে আর্জেন্টিনা। চার ম্যাচের চারটিতে জয় তাদের। স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলের সেরা তারা। এ সময়ে তারা প্রতিপক্ষের জালে সাতটি গোল করেছে, বিপরীতে তাদের জালে কেউ বল ফেলতে পারেনি।
বাছাই ফুটবলে আর্জেন্টিনা এ মাসে দুটো ম্যাচ খেলবে। আজ নিজেদের মাঠে উরুগুয়ের বিপক্ষে খেলবে। আর ২১ নভেম্বর তারা ব্রাজিলে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে।
Advertisement
ব্রাজিলের বিপক্ষে ম্যাচ সম্পর্কে স্ক্যালোনি বলেন, আমাদের জাতীয় দলে এরই মধ্যে প্রমাণ করেছে তারা যে কোনো দলের বিপক্ষে খেলতে প্রস্তুত। তারা জিততেও পারে আবার নাও পারে। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো। আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। আমরা ব্রাজিলকে নিয়ে চিন্তা করছি না। কেননা আমাদের প্রথম ম্যাচ উরুগুয়ের বিপক্ষে। তাদের নিয়েই ভাবছি। কারণ উরুগুয়ে এক কঠিন প্রতিপক্ষ।
আইএইচএস/জিকেএস