দেশজুড়ে

বৃহস্পতিবার ধুনটে দ্বিতীয় বৃহত্তম ইজতেমা শুরু

বগুড়ার ধুনটে তিন দিনব্যাপি দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমা আগামী বৃহস্পতিবার ফজরের নামাজের পর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে থেকে শুরু হবে। উপজেলার সরুগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে প্রতি বছরের মতো এবারও বিশাল ময়দানে ৩৭তম এই ইজতেমার প্রস্তুতি চলছে।ঢাকার কাকরাইল মসজিদের ব্যবস্থাপনায় প্রতি বছর এই ইজতেমা অনুষ্ঠিত হয়। দেশের দ্বিতীয় বৃহত্তম এই বিশ্ব ইজতেমায় প্রতি বছর দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলাসহ বিশ্বের প্রায় ১৫টি দেশের লাখো ধর্মপ্রান মুসল্লি অংশগ্রহণ করেন। ইজতেমায় আল্লাহর ইবাদত বন্দেগি ও নবী রাসুলের তরিকাসহ ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে দেশ ও বিদেশের ওলামায়ে কেরামগণ কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করবেন। আগামী শনিবার (২০ ডিসেম্বর) পূর্বাহ্নে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির শান্তি উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে।  ইজতেমার আয়োজক কমিটির সদস্য হুমায়ুন কবির জানান, গত বছরের তুলনায় এ বছর মুসল্লিদের উপস্থিতি বেশি হবে। বিদেশি মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ইজতেমা প্রাঙ্গনে নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।

Advertisement