দেশজুড়ে

হবিগঞ্জে পুলিশ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া, গাড়ি ভাংচুর

হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। পরে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা।

Advertisement

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে শহরের মুসলিম কোয়াটারে বিএনপি নেতাকর্মীরা লাঠি হাতে ব্যাপক ভাঙচুর চালায়। এতে অন্তত ১০টি যানবাহন ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খলিলুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ইআরকেসৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/এমএস

Advertisement