দেশজুড়ে

মুক্ত আকাশে উড়লো তোতা-মুনিয়া-শালিক

ফেনী শহরের রাজাঝির দীঘির পাড়ে বিক্রির সময় চারটি তোতা, আটটি মুনিয়া ও চারটি শালিক পাখি উদ্ধার করেছে বন বিভাগ।

Advertisement

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে পাখিগুলো ফেনী সামাজিক বন বিভাগের ক্যাম্পাসে অবমুক্ত করা হয়।

ফেনী সামাজিক বন বিভাগ জানায়, সকালে শহরের রাজাঝির দীঘির পাড়ে অভিযান চালিয়ে খাঁচাবন্দি অবস্থায় চারটি তোতা, আটটি মুনিয়া ও চারটি শালিক পাখি উদ্ধার করা হয়। পরে বন বিভাগের ক্যাম্পাসে সেগুলো অবমুক্ত করা হয়েছে। এসময় বিক্রেতা ফরিদপুরের মো. কামরুল শেখকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পাখি বিক্রেতা মো. কামরুল শেখ জানান, গত তিন দিন ধরে ফেনীতে বিভিন্ন স্থানে পাখি বিক্রি করছি।

Advertisement

পাখি অবমুক্তের সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় বন কর্মকর্তা রুহুল আমিন, সামাজিক বন বিভাগ ফেনী সদরের রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক, ফেনী বন্যপ্রাণী রেস্কিউ টিমের সেক্রেটারি ওয়ালিদ বিন আবদুল্লাহ, ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিম ইন বাংলাদেশের ফেনী জেলা প্রতিনিধি নজরুল ইসলাম ও ফেনী বন্যপ্রাণী রেস্কিউ টিমের সদস্য সফি উল্যাহ।

ফেনী সদরের রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক জানান, পাখিগুলো অবমুক্তের পর বিক্রেতাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এনআইবি/জিকেএস

Advertisement