আইন-আদালত

১০ বছর আগের মামলায় বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীর কারাদণ্ড

দশ বছর আগে রাজধানীর অদূরে সাভারে বেআইনি সমাবেশ করে বাসে আগুন ও ভাঙচুরের অভিযোগের মামলায় বিএনপি ও জামায়াতের ৩০ নেতাকর্মীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

Advertisement

বুধবার (১৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এসময় জামিনে থাকা ২৭ আসামি অনুপস্থিত থাকায় তাদের পলাতক দেখিয়ে রায় ঘোষণা করা হয়। বাকি তিন আসামি মামলার শুরু থেকেই পলাতক।

ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল রায়ের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মিনহাজউদ্দীন মোল্লা, শফিকুল ইসলাম, শাহজালাল, আমানুল ইসলাম আমান, মো. রাকিব, আলাউদ্দীন, আশিকুর রহমান, মাহমুদুল ইসলাম, শহিদুল ইসলাম শহিদ, ফজল আহমেদ, আফসার মোক্তার, রেজাউ করিম জুয়েল, খোরশেদ আলম, ইউনুস খান, মো. নয়ন, শহিদুল ইসলাম (পিতা গরীবুল্লাহ), মিজানুর রহমান মিজান, হাসিবুর রহমান, আসাদুজ্জামান টিটু, ইউসুফ হোসেন, শাহনেওয়াজ হাওলাদার, জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার হোসেন, মুসলেমউদ্দীন, আমজাদ হোসেন টুটুল, মো. রাকিব (পিতা চান মিয়া), মোহাম্মদ আলী পাঠান, আরিফুল হক সুমন, সাইফুল ইসলাম ও মাহমুদুল মুকুল।

Advertisement

আসামিদের দণ্ডবিধির ১৪৩ ধারায় ৬ মাস, ৪২৭ ধারায় ৬ মাস এবং ৪৩৬ ধারায় ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ১ এপ্রিল সাভারের শিমুলতলার ঢাকা-আরিচা মহাসড়কে রাত ৮টায় বিএনপি ও তৎকালীন ১৮ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা মিছিল করেন। এসময় রাস্তায় চলাচলকারী যানবাহন ভাঙচুর এবং বাসে আগুন দেওয়া হয়।

এ ঘটনায় সাভার থানার সহকারী উপপরিদর্শক ফারুক জামান বাদী হয়ে মামলা করেন। ২০১৩ সালের ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক আমিনুর রহমান চার্জশিট দাখিল করেন। বিচারকাজ চলাকালে রাষ্ট্রপক্ষে সাতজন আদালতে সাক্ষ্য দেন।

জেএ/এমকেআর/এমএস

Advertisement