দেশে গত অর্থবছরে (২০২২-২৩) ৪ কোটি ৭৮ লাখ টন খাদ্যশস্যের (দানাদার খাদ্যশস্য) উৎপাদন হয়েছে। যা ২০২১-২২ অর্থবছরের চেয়ে ১৩ লাখ টন বেশি। ওই বছর দেশে ৪ কোটি ৬৫ লাখ ৮২ হাজার টন খাদ্যশস্য উৎপাদন হয়েছিল।
Advertisement
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
অধিদপ্তরের তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরে মোট দানাদার শস্যের উৎপাদন হয়েছে ৪ কোটি ৭৮ লাখ ৩ হাজার টন। এর মধ্যে চাল ৪ কোটি ১ লাখ টন, গম ১২ লাখ ৫ হাজার টন এবং ভুট্টা ৬৪ লাখ ২২ হাজার টন।
এদিকে গত বছর ডাল জাতীয় ফসলের উৎপাদন হয়েছে ৮ লাখ ৭৮ হাজার টন। তেল জাতীয় ফসল উৎপাদন হয়েছে ১৬ লাখ ৪ হাজার টন। মসলা জাতীয় ফসলের উৎপাদন ৪৮ লাখ ৭৫ হাজার টন, আলু উৎপাদন হয়েছে ১ কোটি ৪ লাখ টন।
Advertisement
অধিদপ্তর বলছে, উন্নতমানের ধান, গম, পাট এবং ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন ও ব্যবহারের লক্ষ্যে কৃষক পর্যায়ে বীজ উৎপাদন প্রদর্শনী স্থাপন ও মানসম্পন্ন বীজ উৎপাদনের কলাকৌশল বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান এবং মানসম্পন্ন ভাল বীজ ব্যবহারে কৃষকদের উৎসাহিত করণের মাধ্যমে উচ্চ ফলনশীল ও মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধি পেয়েছে।
এনএইচ/এমআইএইচএস/জিকেএস