জাতীয়

জানুয়ারির শেষ সপ্তাহে ৩ সেতুর দরপত্র : ওবায়দুল কাদের

জানুয়ারী মাসের শেষ সপ্তাহে দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় মেঘনা-গোমতী সেতুর নির্মাণ কাজের দরপত্র আহবান করা হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা-গোমতী সেতু পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।তিনি বলেন, আগামী জানুয়ারীর শেষ সপ্তাহে ৯ হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষে দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় মেঘনা-গোমতী সেতুর নির্মাণ কাজের দরপত্র আহবান করা হবে। এসব সেতু নির্মানে অর্থায়ন করবে জাইকা।ওবায়দুল কাদের বলেন, সড়ক দুর্ঘটনায় সাংবাদিক জগলুল আহম্মেদ চৌধুরীর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দেয়ার সময় আরও ৭ দিন বাড়ানো হয়েছে। একই সঙ্গে ঘাতক বাস ও চালককে শনাক্ত করতে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বক্তব্যের জবাবে তিনি বলেন, বিগত বিএনপি সরকারের আমলের চেয়ে আওয়ামী লীগের সরকারের সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা কমেছে। যদি দুর্ঘটনার প্রাণহানির সংখ্যা বিএনপি সরকারের আমলের চেয়ে বেশী হয় তাহলে আমি যে কোন শাস্তি মাথা পেতে নেব।তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে ৩৫ মিটার পরে ৬ থেকে ৭ ফুট স্কাউরিং পাওয়া গেছে। স্কাউরিং ও হিউঞ্জ বেয়ারিং এবং জয়েন্ট এক্সপেশনের রুটিন ফলো আপ প্রোগামে তা খতিয়ে দেখে মেরামত কাজ করার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে।এসময় জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন, সড়ক ও জনপথের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement