মৌলভীবাজারের কমলগঞ্জে অবৈধভাবে আনা ১ হাজার ২০০ কেজি (৩০ মণ) ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় জমশেদ খাঁন নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার ভানুগাছ কাঁচা বাজারের (ভেতর বাজার) মেসার্স জমশেদ ট্রেডার্স নামের একটি দোকানের সামনে থেকে চিনিগুলো জব্দ করা হয়।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র শেখর দাস জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ‘ইন্ডিয়ান সুগার’ লেখা ভারতীয় একটি কোম্পানির ২৪ বস্তায় মোট ১২০০ কেজি চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা।
চিনি পাচারকারী এ চক্রের কয়েকজন মিলে দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাই পথে কমদামে ভারতীয় চিনি আনে এবং বস্তা থেকে খুলে খুচরা বিক্রি করছিল বলেও জানান তিনি।
Advertisement
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জাগো নিউজকে বলেন, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটক জমশেদ খাঁন এবং পলাতক একজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা হয়েছে।
এসজে/জেআইএম