এবারের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০০২’-এ সেরা সুরকারের পুরস্কার পেয়েছেন দেশের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন। পুরস্কার পেয়ে তিনি ভীষণ উচ্ছ্বসিত।
Advertisement
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০০২’ গ্রহণের অনুভূতি প্রকাশ করে সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন জাগো নিউজকে বলেন, ‘ভালো কাজের জন্য পুরস্কার পেতে তো ভালোই লাগে। আর সে পুরস্কার যদি দেশের প্রধানমন্ত্রীর হাত থেকে নেওয়া হয় সেটা জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। আমাদের মাননীয় প্রধামন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণের অনুভূতি সত্যি অসাধারণ।’
শওকত আলী ইমন তার ভক্ত-অনুরাগীদের জন্য বলেন, এ পুরস্কারপ্রাপ্তিতে আমার শ্রোতা ও এদেশের সংগীতপ্রেমীদের ভূমিকা রয়েছে। এ সুযোগে আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও ভালোবাসা জানাতে চাই।
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ প্রদান উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজনে করা হয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Advertisement
আরও পড়ুন: জাতীয় পুরস্কার প্রাপ্তি সত্যিই ভালোলাগার ব্যাপার: চঞ্চল
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বালাম ও কোনাল। গত ৩১ অক্টোবর ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২’ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবার মোট ২৭টি বিভাগে ৩১ জনকে দেওয়া হয়েছে এ পুরস্কার।
আরও পড়ুন: বিজয়ীদের হাতে আজ পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী
এতে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনয়শিল্পী খসরু ও রোজিনা। যৌথভাবে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন চঞ্চল চৌধুরী। যৌথভাবে জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেছেন।
Advertisement
এমএমএফ/এএসএম