দীপাবলি উপলক্ষে মদ বিক্রির ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভঙলো দিল্লি। চলতি বছরের দ্বীপাবলি মৌসুমে ভারতের রাজধানীতে অতীতের যে কোনো সময়ের চেয়ে মদ বিক্রি বেশি হয়েছে।
Advertisement
জানা গেছে, এবছর দীপাবলী শুরু হওয়া পর্যন্ত ১৫ দিনে ৫২৬ কোটি রুপি মূল্যের মদ বিক্রি হয়েছে।
আরও পড়ুন>দীপাবলির রাত পেরোতেই বায়ুদূষণের শীর্ষ তালিকায় কলকাতা
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ৬৩০টি দোকানের মাধ্যমে অন্তত ৩ কোটি বোতল মদ বিক্রি করা হয়েছে। ২৫ অক্টোব থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব মদ বিক্রি হয়, যা আগের বছরের একই সময়ের তুলনায় অন্তত ৪৪ শতাংশ বেশি।
Advertisement
অন্যদিকে চলতি বছর দীপাবলির দিন পশ্চিমবঙ্গ প্রশাসন আগেই আশঙ্কা করেছিল, রাত গড়ালেই নিষিদ্ধ বাজি ফাটানোর মাত্রা ব্যাপকভাবে বাড়বে। ঠিক হয়েছেও তাই। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা শহরে পাল্লা দিয়ে বাড়ে বাজির দাপট। আর তাতেই বায়ুদূষণে বিশ্বের শীর্ষ শহরের তালিকা জায়গা করে নেয় ‘দ্য সিটি অব জয়’।
রাজ্য আবহাওয়া দপ্তর জানায়, দীপাবলির পরদিন সোমবার (১৩ নভেম্বর) সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় কলকাতা উঠে আসে ৪ নম্বরে ৷ মুম্বাই ছিল আট নম্বরে আর বরাবরের মতোই এ তালিকার শীর্ষে রয়েছে দিল্লি।
এমএসএম
Advertisement