অর্থনীতি

ঢাকা-কাঠমান্ডু রুটে ইউএস-বাংলা

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি যাত্রীবাহী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৫ মে থেকে ঢাকা-কাঠমান্ডু রুটে সেবা চালু করবে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর ডিপার্টমেন্টের ডিজিএম কামরুল হাসান।তিনি জানান, নেপাল সরকারের সিভিল অ্যাভিয়েশনের অনুমোদন পেয়ে ইতোমধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে বেসরকারি কোন বাংলাদেশি বিমান পরিবহন সংস্থা কাঠমান্ডু-ঢাকা রুটে চলাচল না করায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরে ইউএস-বাংলা হবে বাংলাদেশি দ্বিতীয় এয়ারলাইন্স। তবে দিন তারিখ ঠিক হলেও এখনো ভাড়া নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি। এর আগে ঢাকা- কাঠমান্ডু রুটে জিএমজি এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ার ওয়েজ ও রিজেন্ট এয়ারওয়েজের চলাচল করতো।  আরএম/এসকেডি/পিআর

Advertisement