খেলাধুলা

পিচ নিয়ে ভারতকে ‘বুড়ো আঙুল’ দেখালো আইসিসি

তিন মোড়লের এক নম্বর দল ভারতকে এবার ‘বুড়ো আঙুল’ দেখিয়ে দিল আইসিসি। স্রেফ জানিয়ে দিয়েছে বিশ্বকাপের ফাইনালে যদি ভারতও উঠে তাহলে পিচ বানাবে আইসিসিই। ব্যাটিং উপযোগী পিচ বানানোর জন্য বিশ্বকাপের শুরু থেকেই আইসিসি তাগিদ দিয়ে আসছিল ভারতকে। কিন্তু স্বাগতিক ভারতের ম্যাচগুলোতে দেখা গিয়েছিল উল্টো চিত্র। ভারতের সব ম্যাচেই দেখা গিয়েছিল বোলিং উইকেট। আর সেটা নিয়ে ক্ষেপেছে আইসিসি। ইডেনে  বিশ্বকাপ ফাইনালে দেয়া হবে সবুজ উইকেট। কিন্তু ‘গ্রিনটপ’ বলতে যা বোঝায় তা নয়। উইকেটে যাতে সহজে ভেঙে না যায়, সে জন্য ঘাস রাখা হবে ইডেনের উইকেটে, তবে উঠবে প্রচুর রান।  ইডেনের উইকেট দেখার পর পিচ নিয়ে সন্তুষ্ট হতে পারেননি আইসিসির পিচ উপদেষ্টা অ্যান্ডি অ্যাটকিনসন। মুম্বাই থেকে পিচ পরিদর্শন করতে কলকাতা এসে পিচের পরিচর্যা দেখে বেজায় অসন্তুষ্ট হন তিনি। সে জন্য উইকেটের উপর কখন কতটা রোল করতে হবে, কোন সময় কতটা পানি দিতে হবে, কখন কতটা ঘাস ছাঁটতে হবে, তার তালিকা করে দিয়েছেন তিনি। এই তালিকা মেনেই আগামী কয়েকদিন উইকেট পরিচর্যার কাজ করবেন ইডেনের মাঠকর্মীরা এবং ফাইনাল পর্যন্ত অ্যাটকিনসন নিজেও থাকবেন উইকেট তৈরির দায়িত্বে।ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় বলেন, ‘রোল করতে করতে এই ঘাস আর এতটা সবুজ থাকবে না। ঘাস আরও কমবে। কিছুটা রোলিংয়ের জন্য। কিছুটা ছাঁটা হবে। ভাল উইকেটই হবে।’ আরআর/আইএইচএস/এবিএস

Advertisement