আন্তর্জাতিক

লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার (১২ নভেম্বর) হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

Advertisement

এর আগে, উত্তর ইসরায়েলের দোভিভ শহরে হিজবুল্লাহর ছোড়া ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত সাত ইসরায়েলি আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে আইডিএফ। এছাড়া আরও তিন থেকে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় চ্যানেল-১২ টেলিভিশনকে জানিয়েছেন সংস্থাটির এক মুখপাত্র।

আরও পড়ুন: লেবানন-ইরাক থেকে ইসরায়েলে হামলা

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহর ছোড়া ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কয়েকটি বেসামরিক যানবাহনে আঘাত হানে। এতে সাত বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

Advertisement

מטוסי קרב של חיל-האוויר תקפו מספר מטרות של ארגון הטרור חיזבאללה בשטח לבנון, בתגובה לירי שבוצע מוקדם יותר היום.בין המטרות שהותקפו: תשתיות צבאיות בהן פעלו מחבלי ארגון הטרור חיזבאללה להכוונת טרור. pic.twitter.com/bOeCic6z0K

— Israeli Air Force (@IAFsite) November 12, 2023

আইডিএফ আরও জানিয়েছে, উত্তর ইসরায়েলের মেনারা ও ইরন শহরের পার্শ্ববর্তী এলাকায় লেবানন থেকে মর্টারের গোলা ছোড়া হয়েছে। ইসরায়েলি বাহিনী এই হামলার জবাবে পাল্টা গোলাবর্ষণও করেছে। তবে হিজবুল্লাহর এই হামলায় উত্তর ইসরায়েলে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন: হামাসকে নির্মূল করতে পারবে না ইসরায়েল: হিজবুল্লাহ

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বলেছে, আলাদাভাবে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের একটি সামরিক চৌকিতে গোলাবর্ষণ করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি সৈন্যরা লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর অবস্থানে পাল্টা গোলা ছুড়েছে।

Advertisement

গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েলের যুদ্ধ শুরুর পরদিন থেকেই প্রতিদিন ইসরায়েলি বাহিনীর সঙ্গে ছোটবড় সংঘর্ষ চলছে হিজবুল্লাহর। ফলে গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে আনা প্রস্তাবে ভারতের সমর্থন

ইসরায়েলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত হিজবুল্লাহর ৭০ যোদ্ধা নিহত হয়েছেন। তাছাড়া ইসরায়েলের হামলায়ে লেবাননের বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন।

তবে উভয়পক্ষের হামলা-পাল্টা হামলা অনেকাংশে সীমান্ত এলাকার মাঝে সীমিত রয়েছে। শনিবার (১১ নভেম্বর) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হুমকি দিয়ে বলেছে, হিজবুল্লাহ ইসরায়েলের সীমান্ত এলাকা ও সামরিক চৌকিতে হামলা বন্ধ না করলে বৈরুতকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণতি করা হবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

এসএএইচ