মিয়ানমারে জান্তা বাহিনী ও একটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াই চলাকালে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এর দায় স্বীকার করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। ২০২১ সালের সামরিক অভুত্থানের পর এবার মিয়ানমারের সামরিক বাহিনী চ্যালেঞ্জের মুখে পড়েছে বলেও জানানো হয়েছে।
Advertisement
শনিবার মিয়ানমারের সামরিক বাহিনী ও ক্যারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্সের মধ্যে লড়াইয়ের সময় থাইল্যান্ড সীমান্তের কাছে পূর্ব মিয়ানমারে বিমানটি বিধ্বস্ত হয়।
আরও পড়ুন>গাজায় জাতিসংঘের কার্যালয়ে রাতভর গোলাবর্ষণ
রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জান্তা মুখপাত্র বলেন, টেকনিক্যাল সমস্যার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং ঘটনার পর পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হন।
Advertisement
মিয়ানমারে কয়েকটি ফ্রন্টে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করছে দেশটির সামরিক বাহিনী। অং সান সুচিকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকেই দক্ষিণ এশিয়ার দেশটিতে সংঘাত ছড়িয়ে পড়ে। এতে মিয়ানমার ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন>কুয়েতে আকাশছোঁয়া বাড়িভাড়া, বিপাকে নিম্নআয়ের প্রবাসীরা
চীন সামান্তের কাছে শান রাজ্যেও চলছে লড়াই। এরই মধ্যে সেখানে বেশ কিছু শহর দখলে নিয়েছে বিদ্রোহীরা। বাস্তুচ্যুত হয়েছে ৫০ হাজারের বেশি নাগরিক।
সূত্র: রয়টার্স
Advertisement
এমএসএম