মেয়ে, তুমি মরুভূমিতে এসেছিলে জলের সন্ধানে,তুমি উত্তপ্ত নগরীতে এসেছিলে শীতলতার অন্বেষণে।মেয়ে, তুমি অনুর্বর জমিতে করতে চেয়েছিলে জীবনের চাষাবাদ,যে জানে না জীবন কী, তার সাথে এমন করা ঘোরতর অপরাধ।
Advertisement
মেয়ে, আমায় আলোকিত করতে এসেছিলে দেশলাইয়ের কাঠি হাতে,আমি যে জ্বালাতে জানি দাবানল; প্রতিটা ভয়াল কালো রাতে।মেয়ে, তুমি আমায় জড়াতে চেয়েছিলে জীবনানন্দের কালে,অথচ এই আমি; পৃথিবীটাই জ্বালিয়ে বেড়াই জ্বলন্ত মশালে।
মেয়ে, তুমি এসেছিলে হৃদয়ের আগুন নেভানোর অঙ্গীকার নিয়ে,অথচ জলের মাঝেই লাগিয়েছি আগুন; নেভাবে কোন উপায়ে?মেয়ে, তুমি এসেছিলে আমার মাঝে প্রেমানল লাগাবে বলে,পেট্রোল ঢেলে নিভিয়েছি অনল; কী হবে আর জল ঢেলে?
মেয়ে, লাস্যময়ী অনন্যা, তোমায় ভেবে লিখেছি প্রিয় পঙক্তিমালা,‘চাঁদটা জানুক, জানুক তারা—নিঃস্ব আমি, শূন্য মন; তোমার আকাশ ছাড়া।মেয়ে, তোমার স্থান আমার কবিতায়, আমার প্রিয় পঙক্তিমালায়।তোমার স্থান আমার জীবনে নয়, তোমাকে নিয়েই আমার সব সংশয়।
Advertisement
ভালো থেকো মেয়ে, জড়িয়ে যেও অন্য কারো জীবনে;তুমি উত্তপ্ত নগরীতে এসেছিলে শীতলতার অন্বেষণে।
এসইউ/এএসএম