আন্তর্জাতিক

রাস্তার ঢালাই চুরি করে নিয়ে যাচ্ছে গ্রামবাসী, ভিডিও ভাইরাল

নতুন রাস্তায় মাত্রই কংক্রিটের ঢালাই দিয়ে গেছে কর্তৃপক্ষ। কিন্তু তারা সরতে না সরতেই কোদাল-বালতি নিয়ে হাজির এলাকাবাসী। যে যেভাবে পারছে ঢালাই তুলে নিয়ে বাড়িতে যাচ্ছে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

জানা গেছে, ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের জেহানাবাদ জেলার আউদান বিঘা গ্রামে। সেখানে জেলা সদরের সঙ্গে গ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে শুরু হয়েছিল তিন কিলোমিটার দীর্ঘ ওই সড়কের নির্মাণকাজ।

আরও পড়ুন>> সুড়ঙ্গ খুঁড়ে গোটা রেল ইঞ্জিন চুরি!

স্থানীয় বিধায়ক সতীশ কুমার দুই মাস আগে রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু গ্রামবাসীরা নির্মাণসামগ্রী নিয়ে পালিয়ে যাওয়ার পরে কাজ বন্ধ হয়ে যায়।

Advertisement

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কেউ বালতিতে, কেউ প্লাস্টিকের গামলায় সড়কের কাঁচা ঢালাই তুলে নিচ্ছেন। শুধু পুরুষরা নন, বেশ কিছু নারী-শিশুও যোগ দিয়েছেন এই অপকর্মে।

Villagers are seen looting the material of under construction road in Bihar ( - Aaj Tak) pic.twitter.com/J8AJiBeCsp

— Indian Tech & Infra (@IndianTechGuide) November 7, 2023

সতীশ কুমার বলেন, আমরা প্রায় দুই মাস আগে এই সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম এবং সে অনুযায়ী নির্মাণকাজ চলছিল। ঠিকাদারদের কাজ আংশিক শেষ হলেও এর সিমেন্টেশন শুরু হয়নি। এর মধ্যেই গ্রামের কিছু লোক রাস্তার নির্মাণসামগ্রী চুরি করেছে।

আরও পড়ুন>> বিদ্যুতের লাইন কেটে প্রেমিকের সঙ্গে দেখা করতেন তরুণী, অবশেষে ধরা

Advertisement

এ ঘটনায় মখদুমপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিহারে অবশ্য এ ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগে রাজ্যটির সমস্তিপুরে প্রায় দুই কিলোমিটার রেললাইন চুরি হয়েছিল বলে জানা যায়।

সূত্র: নিউজ ১৮, এইসময়কেএএ/