জাতীয়

মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, সরিয়ে দিলো পুলিশ

ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা প্রত্যাখ্যান করে তা বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।

Advertisement

শনিবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে মিরপুর ১৩ নম্বরে পুলিশ কনভেনশন হলের সামনে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।

বিকেল ৪টায় কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মিরপুর ১৩ ও ১৪ নম্বর এলাকার কয়েকটি কারখানার শ্রমিক বেতন বৃদ্ধির দাবিতে দুপুরে রাস্তায় নামেন। শ্রমিকরা আধাঘণ্টার মতো সড়কে অবস্থান করেন। পরে তাদের সরিয়ে দেওয়া হয়। এসময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Advertisement

আরও পড়ুন>> ‘বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হলে নতুন মজুরি গ্রহণ সম্ভব নয়’

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত এক শ্রমিক বলেন, ‘যে বেতন মালিকরা নির্ধারণ করেছেন সে বেতনে আমাদের কিছুই হবে না। আমাদের বেতন আরও বাড়াতে হবে। এ দাবিতে আমরা রাস্তায় নেমেছি।’

পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে গত ৭ নভেম্বর ন্যূনতম মজুরি বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়। তবে শ্রমিক নেতারা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করেছেন।

এসএম/ইএ/এমএস

Advertisement