দেশজুড়ে

মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ীতে বিক্রির উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে দুটি ওষুধ ফার্মেসিসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার।

Advertisement

শনিবার (১১ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেন রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

জানা গেছে, প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করায় রাজবাড়ী সদরের গোয়ালন্দ মোড় বাজারের মেসার্স খান মেডিকেল হলকে পাঁচ হাজার, আকাশ ফার্মেসিকে দুই হাজার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করায় হাজী স্টোরকে তিন হাজার ও আল মদিনা স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: লাইসেন্স ছাড়া পেট্রল বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Advertisement

রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযানে জেলা প্রশাসন, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জেলা পুলিশসহ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সহযোগিতা করেছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রুবেলুর রহমান/জেএস/এমএস