রাজনীতি

সেক্যুলারিজম-জামায়াত নিয়ে বক্তব্য টুকুর নিজস্ব: বিএনপি

সম্প্রতি ভারতীয় এক পত্রিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু যে বক্তব্য দিয়েছেন তা তার নিজস্ব অভিমত বলে উল্লেখ করেছে দলটি। ওই বক্তব্যের সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে বিএনপি।

Advertisement

শনিবার (১১ নভেম্বর) দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মূলভিত্তি বাংলাদেশি জাতীয়তাবাদ। জনগণভিত্তিক গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক মুক্তি ও সব ধর্মাবলম্বীর ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতায় বিশ্বাসী উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।’

সম্প্রতি ভারতীয় একটি ইংরেজি দৈনিক ‘দ্যা হিন্দু’তে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সেক্যুলারিজম, পলিটিক্যাল ইসলাম সম্পর্কে যে বক্তব্য দেন- সে বিষয়ে দলের কোনো সম্পৃক্ততা নেই। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে তিনি যে মতামত দিয়েছেন তা তার একান্তই নিজস্ব মতামত।

Advertisement

কেএইচ/কেএসআর/এমএস