মার্কিন ধনকুবের ইলন মাস্কের জীবনী নিয়ে বই বেরিয়েছিল আগেই। এবার সেটিকে চলচ্চিত্রে রূপ দিতে চলেছে খ্যাতনামা প্রোডাকশন কোম্পানি এ২৪। আর সেটি পরিচালনার দায়িত্বে থাকবেন অস্কার-মনোনীত বিখ্যাত পরিচালক ড্যারেন অ্যারনফস্কি। শুক্রবার (১০ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে এ২৪।
Advertisement
বর্তমান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বায়োগ্রাফির লেখক ছিলেন তারকা বায়োগ্রাফার ওয়াল্টার আইজ্যাকসন। তিনি এর আগে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের জীবনী নিয়ে বই লিখেছিলেন। সেই বইকে ২০১৫ সালে চলচ্চিত্রে রূপ দেওয়া হয়, যাতে অভিনয় করেন হলিউড তারকা মাইকেল ফ্যাসবেন্ডার।
আরও পড়ুন>> পিএইচডি ড্রপআউট থেকে শীর্ষধনী ইলন মাস্ক
এ২৪’র এক প্রতিনিধি বার্তা সংস্থা এএফপি’কে নিশ্চিত করেছেন, আইজ্যাকের বইয়ের সত্ত্ব পাওয়ার ক্ষেত্রে ‘অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ’ একটি চুক্তি হয়েছে। এর সঙ্গে শীর্ষ স্টুডিও এবং চলচ্চিত্রনির্মাতারাও রয়েছেন।
Advertisement
গত বছর একাধিক অস্কারজয়ী চলচ্চিত্র ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’-এর পেছনে ছিল এ২৪। তাদের ‘দ্যা হোয়েল’ চলচ্চিত্রে অভিনয় করেই সেরা অভিনেতার পুরস্কার বাগিয়ে নেন ব্রেন্ডন ফ্রেজার।
আরও পড়ুন>> টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ ইলন মাস্ক
দ্যা হোয়েলের পরিচালক ছিলেন ড্যারেন অ্যারনফস্কি। এর আগে ব্ল্যাক সোয়ান, রিক্যুইম ফর এ ড্রিমের মতো জনপ্রিয় ড্রামা সিরিজ পরিচালনা করেছেন তিনি। এবার ইলন মাস্কের বায়োপিক পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করবেন অ্যারনফস্কি।
তবে চলচ্চিত্রটির নির্মাণকাজ কবে শুরু হবে বা মুক্তি কবে পাবে, তার কোনো দিনক্ষণ জানায়নি এ২৪।
Advertisement
সূত্র: এএফপি, এনডিটিভিকেএএ/