তথ্যপ্রযুক্তি

হ্যাক হচ্ছে আইফোন, সুরক্ষায় যা করবেন

অনেকেই মনে করেন অ্যান্ড্রয়েড ফোনের চেয়ে আইফোন বেশি সুরক্ষিত। কিংবা আইফোন হ্যাক করা সহজ ব্যাপার নয়। তবে হ্যাকাররা সব জায়গায় তৎপর এখন। মুহূর্তেই হ্যাক কর নিচ্ছে আইফোন।

Advertisement

অ্যাপল তাদের আইফোনের নিরাপত্তা ব্যবস্থার জন্য বিখ্যাত। এই ডিভাইসের ‘অন’ এবং ‘অফ’ উভয় ধরনের সুরক্ষার একাধিক স্তর রয়েছে। এর মধ্যে ফেসআইডি, টাচআইডি এবং পাসওয়ার্ড যাচাইকরণের ফিচার যেমন রয়েছে, তেমনই রয়েছে, সফটওয়্যার-ভিত্তিক সুরক্ষা। যেখানে যে কোনো ত্রুটি এবং দুর্বলতা সমাধান করতে সাহায্য করে আপডেট।

জেনে নিন কীভাবে হ্যাকার থেকে আইফোন সুরক্ষিত রাখবেন-

আইফোন আপডেট করুননিয়মিত আপনার আইফোনটি আপডেট করুন। নিয়মিত আপডেট করলে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়বে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। নিজের ফোন বা ল্যাপটপ যাই হোক না কেন, ডিভাইস আপডেট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনস্ট্যান্ট থ্রেটের জন্য, নিজের ডিভাইসে পাসকোড ব্যবহার করতে পারেন।

Advertisement

আরও পড়ুন: মৃত্যুর পর আপনার আইফোনের মালিক কে হবেন?

টু-ফ্যাক্টর ব্যবহার করুনডিভাইসে নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর যোগ করে এটি। তবে নিজেকেও সতর্ক থাকতে হবে। অজানা কোনো লিঙ্কে ক্লিক করা একেবারেই ঠিক নয়।

লকডাউন মোডযদি এমন মনে হয় আপনার আইফোন বা ম্যাকবুকে কেউ আড়ি পাতছে, তাহলে সুরক্ষার জন্য এই মোডটি ব্যবহার করতে পারেন। তবে এই মোড-এ থাকলে অনেক পরিষেবা পাওয়া যাবে না। এই মোড খুঁজে পাওয়া যাবে সেটিংসের প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ফিচারে।

এছাড়াও যে কোনো ধরনের ম্যালওয়ার থেকে বাঁচার জন্য নিজের ডিভাইস ফরেনসিক পরীক্ষা করানো যেতে পারে। প্রায় আর কোনো উপায় না থাকলে নিজের ডিভাইস রিসেট করিয়ে নিন।

Advertisement

সূত্র: অ্যাপল ইনসাইডার

কেএসকে/জেআইএম