দেশজুড়ে

৪ দিন পর ফের উৎপাদনে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র চারদিন বন্ধ থাকার পর ফের উৎপাদন শুরু করেছে। যান্ত্রিক ত্রুটির কারণে ৫ নভেম্বর ভোরে বন্ধ হয়ে যায় কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্রটি। এরপর ক্রুটি সারিয়ে পুনরায় উৎপাদন শুরু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কেন্দ্রের প্রথম ইউনিটের (এক নম্বর) উৎপাদন শুরু হয়। উৎপাদন শুরু পর থেকেই ৪৮০মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে এ কেন্দ্র থেকে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রর উপ- মহাব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ারুল আজিম বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে গত ৫ নভেম্বর ভোরে এ কেন্দ্রের দুটি ইউনিটেরই উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর ক্রুটি মেরামত করে বৃহস্পতিবার বিকেল থেকে ফের উৎপাদন শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই দ্বিতীয় ইউনিটের উৎপাদনও স্বাভাবিক হবে।

গত বছরের ১৭ ডিসেম্বর ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটের উৎপাদন শুরুর পর প্রথম ১৪ জানুয়ারি বন্ধ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। পর্যায়ক্রমে ১৫ এপ্রিল, ২৩ এপ্রিল, ৩০ জুন, ১৬ জুলাই ৩০ জুলাই, ১৫ সেপ্টেম্বর ও ৫ নভেম্বর বন্ধ হয় এ বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন।

Advertisement

আবু হোসাইন সুমন/এসজে/জেআইএম