আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় থাকলেও নোয়াখালীর সেনবাগ উপজেলায় জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে দাবি করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক।
Advertisement
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে সেনবাগের ছমিরমুন্সির হাটে অবরোধবিরোধী শান্তি সমাবেশের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতাউর রহমান ভূঁইয়া বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সারাদেশে ব্যাপক উন্নয়ন করলেও আমাদের সেনবাগে এখনো বহু কাঁচা রাস্তা রয়েছে। আরও বেশি উন্নয়ন হওয়ার কথা থাকলেও সমন্বয়হীনতার কারণে সেটা হয়নি। আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নের দায়িত্ব আমি নেবো।’
এরআগে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে মানিকের নেতৃত্বে বিশাল মিছিল বের করা হয়। পরে মধ্য বাজারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Advertisement
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সেনবাগ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর টিপু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলী আক্কাছ রতন, সাইদুজ্জামান স্বপন, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার, যুবলীগের সাবেক সদস্য আশরাফুল আলম রানা, সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদুল হক তানভীর প্রমুখ।
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের বর্তমান সংসদ সদস্য বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম। তিনি সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আগামী নির্বাচনে এ আসনে নৌকার মনোনয়ন চান জেলা আওয়ামী লীগের নেতা বিশিষ্ট ব্যবসায়ী আতাউর রহমান।
ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম
Advertisement