দেশে খনি ও খনিজদ্রব্যের অনুসন্ধানে বিজ্ঞানীরা কাজ করছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ। একইসঙ্গে খনিজ সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
Advertisement
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে জয়পুরহাট ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএমএম) ও বিসিএসআইআর হলরুমে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক আফতাব আলী।
বিসিএসআইআর চেয়ারম্যান আরও বলেন, জয়পুরহাট বিজ্ঞান ও শিল্প গবেষণাগারে উদ্ভাবিত দেশীয় পণ্য ব্যবহার করে নানামুখী শিল্পকারখানা গড়ে তোলা সম্ভব। সারাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা খনিজ সম্পদগুলো গবেষণা করে দেশীয় সম্পদের ব্যবহার যেমন নিশ্চিত হবে, তেমনি নতুন নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে।
জয়পুরহাট আইএমএমএমের পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামানের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী ও অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. প্রদীপ কুমার বিশ্বাস, ব্যবসায়ী আমিনুল বারী, আব্দুল আজিজ মোল্লা প্রমুখ।
Advertisement
এসআর/জিকেএস