পাবনার গোপালপুরে সুচিত্রা সেনের পৈতৃক ভিটা দখলমুক্ত করা ও সেই বাড়িতে মায়ের নামে সংগ্রহশালা নির্মাণের উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন মুনমুন সেন। দুই মেয়ে রিয়া ও রাইমা সেনকে নিয়ে বাংলাদেশে আসবেন বলেও জানিয়েছেন তিনি।এ খবর প্রকাশ করেছে কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিন।সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, পাবনার সংগ্রহশালায় সুচিত্রা সেনের কিছু ছবি এবং ব্যবহৃত সামগ্রী দেওয়ার ‘ইচ্ছা’ আছে মুনমুনের।খবরে আরও বলা হয়েছে, সুচিত্রা সেনের মৃত্যুর পর বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর কলকাতায় মুনমুন সেনকে তার মায়ের পৈত্রিক বাড়ি দখলমুক্ত করার বিষয়ে আশ্বস্ত করেন। ঢাকায় ফিরে নূর সুচিত্রা সেনের বাড়িতে সংগ্রহশালা নির্মাণের ঘোষণাও দেন।সংবাদ প্রতিদিন আরও বলছে, সংগ্রহশালার নির্মাণকাজ শুরুর আগেই পাবনা যাওয়ার চেষ্টা করবেন মুনমুন। দুই মেয়ে অভিনয়ের ফাঁকে ফুরসত পেলেই তাদের নিয়ে মায়ের ভিটা দেখতে যাবেন তিনি।পাবনায় সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের কর্মকর্তারা জানান, আগামী ডিসেম্বরেই তাদের পাবনায় আসার সম্ভাবনা বেশি। ওই সময় পাবনায় সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব হওয়ার কথা রয়েছে।
Advertisement