দেশজুড়ে

বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

টাঙ্গাইলের বাসাইলে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শের আলী (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার আতরাইল বিলে এ ঘটনা ঘটে।

Advertisement

শের আলী উপজেলার ফুলকি ইউনিয়নের তিরঞ্চ মধ্যপাড়া এলাকার মৃত হাজী ইসমাইল হোসেনের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।

ফুলকি ইউনিয়নের চেয়ারম্যান সামছুল আলম বিজু জানান, শেরআলী প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে নৌকায় মাছ ধরার জাল নিয়ে আতরাইল বিলে যান। বেলা গড়িয়ে দুপুর হয়ে গেলেও সকালের নাস্তা করতে বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর দেড়টার দিকে নিহতের ছোটভাই নৌকা নিয়ে বিলে গেলে তার ব্যবহৃত গামছা দেখতে পায়।

এ বিষয়ে বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস